প্রকাশিত: Thu, Jun 22, 2023 8:35 PM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

মোদিকে হোয়াইট হাউজে স্বাগত জানালেন বাইডেন

ইমরুল শাহেদ: ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২১ জুন ভারী বৃষ্টির দিনেই নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসির বেস অ্যান্ড্রুস বিমানবন্দরে অবতরণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন তারা প্রাইভেট ডিনারেও মিলিত হন। আর রাষ্ট্রীয় ডিনারের আয়োজন ছিল ২২ জুন রাতে।

বাইডেন এবং মোদি যখন প্রাইভেট ডিনারে মিলিত হন তখন তাদের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল। তাদের খাবার মেন্যুতে ছিল মার্কিন প্রেসিডেন্টের প্রিয় খাবার ছাড়াও পেস্তা এবং আইসক্রীম।

তার আগে বিমানবন্দর থেকে উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলে যান ভারতের প্রধানমন্ত্রী। সেখানে প্রবাসী ভারতীয়দের আমন্ত্রণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এরপর হোয়াইট হাউজে যান নরেন্দ্র মোদি। সেখানে বাইডেনের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন তিনি। জো বাইডেনকে তার পছন্দের কবি উইলিয়াম বাটলার ইয়েটসের অনুবাদ করা ‘দ্য টেন প্রিন্সিপালস অব উপনিষদে’র প্রথম সংস্করণ উপহার দেন মোদি। এছাড়া মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে ৭.৫ ক্যারোটের একটি সবুজ হীরের আংটি উপহার দিয়েছেন। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে নৈশভোজে অংশ নেন নরেন্দ্র মোদি। ময়ূর এবং পদ্মফুল থিমে সজ্জিত হোয়াইট হাউজের একটি কক্ষে মোদির জন্য একটি নিরামিষভোজের আয়োজন করা হয়।

বাইডেন মোদিকে একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরাও উপহার দেবেন, যার সঙ্গে জর্জ ইস্টম্যানের প্রথম কোডাক ক্যামেরার পেটেন্টের একটি আর্কাইভাল ফ্যাকসিমাইল প্রিন্ট এবং আমেরিকান বন্যপ্রাণী ফটোগ্রাফির একটি হার্ডকভার বই রয়েছে। হোয়াইট হাউস বলেছে, জিল বাইডেন মোদিকে উপহার দেবেন, ‘রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতা’র প্রথম সংস্করণের অনুলিপি।

হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির সঙ্গে ভারতীয় একটি সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। এই অনুষ্ঠান উপভোগের পর, নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প নেতা এবং প্রধান নির্বাহীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। তিনি ‘জিই’ প্রধান এইচ লরেন্স কাল্প জুনিয়র এবং ‘অ্যাপ্লায়েড ম্যাটেরিয়াল’ প্রধান গ্যারি ডিকারসনের সঙ্গে দেখা করবেন।

এর আগে, নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী মোদি জাতিসংঘের সদর দপ্তরে একটি যোগ ইভেন্টের নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে বিজ্ঞান, শিল্প ও বিনোদন, শিক্ষাবিদ, টেকনোক্র্যাট এবং রাজনৈতিক নেতারা অংশ নিয়েছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না